বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : আসন্ন রমজান মাসে রোজদারদের ভোগান্তি রোধে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার নিয়ন্ত্রণে রাখা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা, যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসা, পবিত্র রমজান মাসে প্রতিটি ওয়ার্ডের একটি করে মসজিদে ইফতার বিতরণ এবং নগরীর মোড়ে মোড়ে রোজদারদের জন্য খেজুর ও পানি সরবরাহ করা হবে। গতকাল (রোববার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।
সভায় সিটি মেয়র বলেন, সিমেন্ট ক্রসিং থেকে বিমান বন্দর যেতে বিএনএস ঈসা খাঁ এর দেয়াল ঘেঁষে এবং রুবি সিমেন্ট কারখানা পর্যন্ত এলাকা পানিবদ্ধতা থেকে মুক্ত করার জন্য কর্ণফুলী ইপিজেড দেয়ালের পাশে বড় আকারের নতুন নালা নির্মাণ, ওয়াকওয়ে নির্মাণ এবং দৃষ্টিনন্দন করা, সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ প্রণীত স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশলপত্র অনুমোদন, নতুন ভবন নির্মাণের সুবিধার্থে সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরী সাইফুদ্দিন খালেদ রোডস্থ ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের উপরে স্থানান্তর, সাগরিকা গরুর বাজার, বিবির হাট গরুর বাজার, কর্ণেলহাট কাঁচা বাজার, ফইল্যাতলী বাজার, বকশির হাট বাজার ও দেওয়ানহাট বাজার ইজারা সংক্রান্ত জটিলতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ, সিটি কর্পোরেশনের পরিত্যক্ত জায়গায় উদ্যান স্থাপন, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ, ব্যক্তিগত উদ্যোগে যত্রতত্র গড়ে উঠা অবৈধ হাট বাজার উচ্ছেদ, দুর্যোগপূর্ব প্রস্তুতি ও সচেতনতামুলক কার্যক্রম জোরদার করা, বস্তি উন্নয়ন কার্যক্রমে এনজিওদের সম্পৃক্ত করা, মাদকের কুফল সম্পর্কে সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধারণা দেয়া, শিশু বান্ধব নগরী গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ‘আমরাও পারি’ শিরোনামে অবহেলিত শিশুদের জন্য চাইল্ড রিসার্চ সেন্টার চালু করা হবে।
সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়্যাল কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত ২২ তম সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়। আ জ ম নাছির উদ্দীন বলেন, কর্পোরেশন এলাকায় নাগরিক সেবার অংশ হিসেবে উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে। ইতোমধ্যে ১২০ কোটি টাকার একটি প্রকল্প এবং ৮৮৪ কোটি টাকার অপর একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের অনুমোদনের পর প্রি একনেক ও একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলরদের প্রদেয় পরিকল্পনা অনুযায়ী ৪১টি ওয়ার্ডে প্যাচওয়ার্ক এবং খাল ও নালা হতে মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।