Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনূর্ধ্ব-১৯ দলে সাইফ-আফিফ

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের বহুজাতি টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলটিতে রয়েছে অভিজ্ঞ তিন ক্রিকেটার- সাইফ হাসান, পিনাক ঘোষ এবং মোহাম্মদ হালিম। এ ছাড়া রয়েছেন বিস্ময় বালক আফিফ হোসেনও। এই দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে ১২ জন ব্যাটসম্যান, তিনজন উইকেটরক্ষক, চার স্পিনার ও ছয় পেসার। টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের আগেভাগেই ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘ এক মাসের ক্যাম্প করবে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। আগামীকাল থেকে শুরু হয়ে ক্যাম্প, চলবে ২৩ জুন পর্যন্ত।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : সাইফ হাসান, সজিব হাসান, পিনাক ঘোষ, নাঈম শেখ, মোহাম্মদ জালাল উদ্দীন, আফিফ হোসেন ধ্রæব, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান, শামিম হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান মারুফ, মাহিদুল ইসলাম, শাকিল হোসেন, ভ‚ঁইয়া অঙ্কন, মনির হোসেন, সাইদুল ইসলাম, নাঈম হাসান, মোহাম্মদ রাকিব, শাকাওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, আব্দুল হালিম, হাসান মাহমুদ ও রবিউল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ