Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসের ৩৩

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্রোতোনেকে হারিয়ে টানা ষষ্ঠবার সেরি আ শিরোপা জিতেছে জুভেন্তুস। সেই সঙ্গে চলতি মৌসুমে ট্রেবল জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। অবনমনের শঙ্কায় থাকা দলটিকে হারালেই নিশ্চিত শিরোপা- এ হিসাব সামনে রেখেই গতকাল মাঠে নামে জুভেন্টাস। ম্যাচটি ৩-০ গোলে জিতে এক ম্যাচ হাতে রেখেই রেকর্ড টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। সব মিলিয়ে ৩৩ বার ইতালির শীর্ষ লিগের শিরোপাটি ঘরে তুললো জুভেন্টাস।
এর আগে গত বুধবার লাৎসিওকে হারিয়ে প্রথম দল হিসেবে ইতালিয়ান কাপের টানা তৃতীয় শিরোপাও জেতে জুভেন্টাস।
জুভদের স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বাদশ মিনিটেই মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯তম মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন পাওলো দিবালা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে হেডে দলকে তৃতীয় গোলটি এনে দেন আলেক্স সান্দ্রো। দলটির নজর এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে; আগামী ৩ জুন কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ