মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন স¤প্রচারমাধ্যম সিএনএন দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ (অভিশংসন) থেকে বাঁচাতে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা কাজ শুরু করেছেন। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের অভিশংসনের সব ধরনের আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তা সত্তে¡ও সিএনএন বলছে, ট্রাম্পকে সুরক্ষা দেওয়ার প্রস্তুতি হিসেবে অভিশংসন প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেছেন হোয়াইট হাউসের আইনজীবীরা। তবে নিজেদের দাবির পক্ষে কোনও প্রকাশ্য সূত্রকে উদ্ধৃত করতে সক্ষম হয়নি ওই টেলিভিশন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে তারা। উল্লেখ্য, শীর্ষ মার্কিন মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে নির্বাচনী প্রচারণার কাল থেকেই ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য দ্ব›দ্ব চলছে। তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক কাভারেজ তৈরির অভিযোগ তুলে তিনি ধারাবাহিকভাবে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। সিএনএন আলোচ্য মার্কিন মিডিয়াগুলোর মধ্যে শীর্ষস্থানীয়। সিএনএন-এর নিজের দাবি অনুযায়ীই অভিশংসনের আলোচনায় অংশ নেওয়া দুই মার্কিন কর্মকর্তা তাদের বলেছেন, ট্রাম্পের অভিশংসনের সম্ভাবনা ক্ষীণ বলেই এখনও মনে করছে তার প্রশাসন। তাদের বিশ্বাস, তেমন সম্ভাবনা তৈরি হলেও কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকানদের সমর্থন পাবেন। কর্মকর্তাদের মতে, এমনকি ডেমোক্রেটরা এ মুহূর্তে অভিশংসন আলোচনা ঠাÐা করার চেষ্টা করেছে। ডেমোক্রেটরা বলছেন, এখনও এটার সময় হয়নি। তবে সিএনএন-এর দাবি অনুযায়ী কোনও ধরনের আশঙ্কা ছাড়াই ভবিষ্যতের কথা মাথায় রেখে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা তাকে রক্ষার প্রচেষ্টা হাতে নিয়েছেন। ওই আলোচনায় অংশ নিয়েছেন দাবি করে, সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, শিগশির অভিশংসনের আশঙ্কা না থাকলেও হোয়াইট হাউসের আইনজীবীরা এক সপ্তাহ ধরে অভিশংসন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। অভিশংসন প্রক্রিয়া কার্যকরের ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এদিকে সিএনএন জানায়নি, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে কিনা। ট্রাম্পবিরোধী সিএনএন-এর দাবি, ওই সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কর্মকর্তারা দাবি করেন ওই তথ্য সত্য নয়। হোয়াইট হাউস আইনজীবীরা অভিশংসন প্রক্রিয়া নিয়ে গবেষণা করছে না। সিএনএন-এর দাবি অনুযায়ী আইনজীবীদের এ আলোচনা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনি সুরক্ষা জোরদার করার ক্ষেত্রে মূলত হোয়াইট হাউসের একটি অভ্যন্তরীণ প্রচেষ্টা। মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা তদন্তে নতুন করে বিচার বিভাগের বিশেষ কৌঁসুলি নিয়োগের পর প্রক্রিয়াটি জোরালো হয়েছে। মার্কিন সংবিধানের ১৯৬৭ সালে প্রণীত এক সংশোধনীতে বলা হয়েছে, প্রেসিডেন্ট যদি তার ক্ষমতা ও দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে তাকে অপসারণ করা যাবে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।