Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হুমকির পরেও আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর  কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের কার্যালয় জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উ. কোরিয়া। এর আগে গত সপ্তাহে উ. কোরিয়া পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছিল। ওই পরীক্ষার পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে সবধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহŸান জানায়। দ. কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিমি পরিভ্রমণ করেছে। গত সপ্তাহের ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার পরিভ্রমণ করেছিল। উ. কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পুকচাংয়ে সংঘটিত হয়। পুকচাংয়ে গত মাসে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছিল। এর আগে উ. কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা জানিয়ে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়া অব্যাহত রাখবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ