Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

জরিপ : জনসমর্থন তলানিতে

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন এখন সবচেয়ে কম বলে এক জনমত জরিপে প্রকাশ পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের ওই জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় স্পর্শকাতর গোয়েন্দা তথ্য জানিয়ে দেওয়া ও এফবিআইয়ের তদন্তে অনধিকার হস্তক্ষেপের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ১৪ থেকে ১৮ মে সময়ের মধ্যে জরিপটি করা হয়। এতে দেখা যায়, ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ট্রাম্পের বিপক্ষে কথা বলেছে, অপরদিকে ৩৮ শতাংশ লোক তাকে সমর্থন জানিয়েছে। বাকী ছয় শতাংশ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গত সপ্তাহের শুরুতেই খবর প্রকাশ হয়, ট্রাম্প রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে একান্তে বৈঠক করার সময় অত্যন্ত গোপনীয় কিছু তথ্য তাদের জানিয়ে দিয়েছেন। এরপর স¤প্রতি ট্রাম্প কর্তৃক বরখাস্তকৃত এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি এক মেমোতে উদ্বেগ প্রকাশ করে লিখেন, ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে তদন্ত বন্ধ করতে প্রেসিডেন্ট তাকে চাপ দিয়েছিলেন। এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারণা শিবিরের যোগযোগ নিয়ে স্বাধীন তদন্তের তদারককারী হিসেবে এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দেয়। রাশিয়ার সঙ্গে গোপনে কোনো অশুভ আঁতাতের সঙ্গ জড়িত থাকার কথা অস্বীকার করে চলমান তদন্তকে ডাইনি খোঁজা বলে অভিহিত করেন ট্রাম্প। ইতিহাসে আর কোনো রাজনীতিকের সঙ্গে এর চেয়ে খারাপভাবে ও অবিচারের সঙ্গে আচরণ করা হয়নি বলে দাবি করেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ