Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রচুক্তির কারিগর কুশনার

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের কাক্সিক্ষত অস্ত্রচুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির পেছনে উঠে এসেছে আরেকটি নাম। তিনি ট্রাম্পকন্যা ইভাঙ্কার স্বামী ও হোয়াইট হাউজে প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার। চুক্তির খসড়া চূড়ান্তে ব্যক্তিগত ভূমিকা রেখেছেন তিনি। বিলিয়ন ডলারের এ চুক্তিটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেই সই হওয়ার কথা ছিল। কিন্তু  ইয়েমেন যুদ্ধে রিয়াদের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন ওবামা প্রশাসন সউদি আরবকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত থেকে সরে আসে। ট্রাম্প ক্ষমতায় এসে ওবামার এ নীতি বাতিল করেন। আর এর পেছনে জোরালো ভূমিকা রেখেছেন জামাতা কুশনার। ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর থেকেই সউদি রাজপরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন কুশনার। প্রেসিডেন্টের অনুমতি নিয়ে উচ্চ পর্যায়ের সউদি প্রতিনিধি দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তার উদ্যোগেই ওয়াশিংটন সফর করেন সউদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হন তিনি। এ বৈঠকে কুশনার নিজেও উপস্থিত ছিলেন। তবে অস্ত্র চুক্তির বিষয়টি চূড়ান্ত হয় চলতি মাসের শুরুতে। গত ১ মে উচ্চ পর্যায়ের সউদি প্রতিনিধি দলের সদস্যরা হোয়াইট হাউজ সফরকালে কুশনারের সঙ্গে বৈঠক করেন। এসময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অলটিচ্যুড এরিয়া ডিফেন্সের (থাড) উচ্চ মূল্য নিয়ে সউদি আরবের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। কুশনার সরাসরি ফোন দেন থাডের নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেরিলিন হিউসনকে। সিএনএন, নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ