পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব রিপোর্ট : দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বাংলাদেশে নির্বাচনী রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করতেই হবে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে।
সংখ্যাগরিষ্ট জনগণ যে বিশ্বাস, চিন্তা-চেতনা লালন করে তার বিরুদ্ধে গিয়ে এদেশে কেউ টিকে থাকতে পারেনি, পারবেও না। যারা ক্ষমতায় আছেন আর যারা ক্ষমতায় আসতে চান তাদের এই চেতনা ধারণ করতে হবে। দৈনিক ইনকিলাব তার জন্মলগ্ন থেকেই ইসলামী আদর্শ, ভাবধারা অর্থাৎ জনগণের আশা-আকাঙ্খা ও চেতনা ধারণ করে দেশ, জাতি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবিচল রয়েছে। আর এই ক্ষেত্রে দৈনিক ইনকিলাব সবসময়ই আপোসহীন ও বলিষ্ঠ ভূমিকা নিয়ে জনগণের পাশে রয়েছে।
তিনি গতকাল শনিবার দৈনিক ইনকিলাব ভবনে ইনকিলাবের ব্যুরো ও আঞ্চলিক প্রধানদের সাথে এক সভায় একথা বলেন। ইনকিলাব সম্পাদক আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ট জনগণ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। ইসলাম বিরোধী কোন চিন্তা চেতনা দেশবাসী কখনো গ্রহন করেনি- করবেও না। যারা ইসলামকে বাদ দিয়ে ভিন্ন চিন্তা চেতনা জাতির উপর চাপিয়ে দিতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদেশে যারা ক্ষমতার রাজনীতি করেন তাদেরও এ চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। ঠিক একইভাবে অতীতের মতো বর্তমান-ভবিষ্যতেও ভোটের রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করেই রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্ষমতায় আসীন হতে হবে এই বিষয়টি তারাও ভালভাবে উপলব্দি করেন।
বিশ্বায়নের এ যুগে মানুষের জীবনমানের উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক অবস্থায়ও ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, এতসব পরিবর্তনের পরও মানুষ তাদের মূল চেতনা থেকে বিচ্যুত হয়নি। মূল জনগোষ্টিকে তাদের চিন্তা চেতনা থেকে বিন্দু পরিমানও সরানো যায়নি।
দৈনিক ইনকিলাব দীর্ঘ ৩১ বছরে পথপরিক্রমায় অনেক প্রতিকূলতা মোকাবেলা করে এদেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশপ্রেমিক তাওহিদী জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে। জনস্বার্থে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডের প্রতি দৈনিক ইনকিলাবের সবসময়ই বলিষ্ট সমর্থন রয়েছে একথা উল্লেখ করে সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, উন্নয়ন-অগ্রগতির প্রতি এই জোরালো সমর্থন এবং দিক নির্দেশকের ভূমিকা অব্যাহত থাকবে। এক্ষেত্রেও আমাদের প্রতিনিধিরা বলিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করছেন।
সভায় দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক হাফিজুর রহমান, প্রধান প্রতিবেদক রফিক মুহাম্মদ,
জেনারেল ম্যানেজার (প্রশাসন ও অপারেশন) হাবিবুর রহমান তালুকদার, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও চট্টগ্রামের ব্যুরো প্রধান শফিউল আলম, বিশেষ সংবাদদাতা ও খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিক, বিশেষ সংবাদদাতা ও যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা, বিশেষ সংবাদদাতা ও বরিশাল ব্যুরো প্রধান নাছিম উল আলম, বিশেষ সংবাদদাতা ও রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, নোয়াখালী ব্যুরো প্রধান ও সিনিয়র রিপোর্টার আনোয়ারুল হক আনোয়ার, বগুড়া আঞ্চলিক প্রধান মহসীন আলী রাজু, ময়মনসিংহ আঞ্চলিক প্রধান শামসুল আলম খান, কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, চট্টগ্রাম ব্যুরো সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, চট্টগ্রাম ব্যুরো বিজ্ঞাপন ম্যানেজার আনোয়ার সাদাত মুরাদ, খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার আবু হেনা মুক্তি, সিলেট অফিসের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান ও ফেনী অফিসের মো. ওমর ফারুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।