বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন, আগামী দিনে দেশের সমাজ গঠনে আলেমদের ভূমিকা আরো বাড়বে। আলেমরা যদি একতাবদ্ধ থাকে তাহলে কোন ষড়যন্ত্রই তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। গতকাল বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালীস্থ জামিয়াতুল মোদার্রেছীন ও মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন আরো বলেন, ভোলার ঘটনায় আলেম সমাজকে সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে। ভোলার ঐ ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে, উত্তেজনামূলক ঘটনা হতে পারে, ভোলা মত ঘটনা অন্য কোথাও যাতে না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি মাদরাসা শিক্ষকদের নিজেদের দায়িত্ব পালনে আরো সতর্ক এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজেরা আরো বেশী পড়াশুনার দিকে নজর দেন। বাংলাদেশ এখন ডিজিটাল। গোটা বিশ্ব তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মাদরাসার ছাত্ররা পড়ালেখা করে তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেটা দিকে লক্ষ রেখে তাদের পাঠদান করতে হবে। শুধু নিজেদের দাবী দাবী করলে হবে না প্রধানমন্ত্রী আমাদের পক্ষে আছেন তিনি ইসলামী চেতনাই ধারণ করেন। কাজেই মাদরাসা শিক্ষকদেরকেও মাদরাসা শিক্ষার সাফল্য তাঁর সামনে উপস্থাপন করতে হবে।
এ সভায় সারা দেশ থেকে আগত জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।