Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার বড় ভুল কাজ করেছে -জাফরুল্লাহ চৌধুরী

খালেদা জিয়ার উচিত ছিল রাস্তায় প্রতিবাদ করা

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশ যখন একটা সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার সম্ভাবনা  তৈরি হয়েছে, বিএনপিও দেশে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা সৃষ্টির মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সে মুহুর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি করে সরকার একটা বড় ভুল এবং অন্যায় কাজ করেছে। এটা  কোনোভাবেই ঠিক হয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির বিষয়ে গতকাল শনিবার রাতে মুক্তিযুদ্ধের এই সংগঠকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার এর মাধ্যমে বিএনপির কোমরের  জোর পরীক্ষা করার চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়েছে। ফলে ঘটনার পর ম্যাডাম জিয়ার উচিত ছিল অন্তত: আধা ঘন্টার জন্য হলেও কার্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতিবাদ করা।
তিনি  খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, আর কত ঘরে অন্তরীণ থাকবেন? সময় থাকতে রাস্তায় নামুন, অন্যথায় সরকার আরো হয়রানি করতে পারে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীদেরও এখন উচিত রাস্তায় নেমে বড় ধরনের একটা প্রতিক্রিয়া দেখানো। আর এটা করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা করা বৃথা হবে। তিনি বলেন, দেশের চার থেকে ছয় কোটি মানুষের খালেদা জিয়ার উপর আস্থা আছে। জনগণের এমন আস্থাকে কাজে লাগাতে হবে। তাই এই অবস্থায় খালেদা জিয়াকে মওলানা ভাসানীর দায়িত্ব পালন করতে হবে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে ক্ষমতাসীন জোটের কয়েকটি ছোট ছোট দল ছাড়া প্রায় সবাই আন্দোলনের জন্য মুখিয়ে আছে। কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না। তাই বিএনপিকে রাজনীতিতে টিকে থাকতে হলে এই সুযোগটি গ্রহণ করতে হবে। বিএনপির জন্য এর কোনো বিকল্প  নেই। সবাইকে গুছিয়ে শক্ত সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে আসতে পারে। সেরকম শক্ত আন্দোলন গড়তে পারলে সরকারের গদি নড়ে যেতে পারে। কেননা, এ সরকারের নৈতিক ভিত্তি খুবই দুর্বল।
তিনি আরো বলেন, এই মুহুর্তে দেশের যে অবস্থা তাতে বিএনপির একার পক্ষে রাজনীতিতে পরিবর্তন আনা কোনোভাবেই সম্ভব নয়, যদি না তারা কৌশলী হয়। এই মুহুর্তে বিএনপি বড় দলের আমিত্ব ছেড়ে দিয়ে সরকারবিরোধী রাজনৈতিক মোর্চা গঠন করতে পারলেই দেশের রাজনীতিতে ও ক্ষমতার পালা বদলের হাওয়া লেগে যাবে। আর এমনটি করলে সরকারের ওপর বড় ধরনের চাপ পড়বে। এক পর্যায়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে সেই রাজনৈতিক মোর্চার ছায়াতলে একত্রিত হতে পারে। যেটা অতীতেও হয়েছে।
জাফরুল্লা চৌধুরী আরো বলেন, শুধু রাজনৈতিক মোর্চা গঠন করলেই হবে না, সর্বদলীয় সরকার গঠন এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সুস্পষ্ট অঙ্গিকারও থাকতে হবে। অবশ্য বেগম জিয়া তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ইতোমধ্যে একটি রূপরেখা দিয়েছেন। কিন্তু রূপরেখা দিয়ে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আদায় করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফরুল্লাহ চৌধুরী

৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ