মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ক্রমবর্ধমান সংকট বিনিয়োগকারীদের মধ্যে তার অভিশংসনের আশঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের অর্থনীতি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা ভেস্তে যেতে পারে। এ ভীতি থেকে গত বৃহস্পতিবার ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে পতন দেখা গেছে। তবে তীব্র পতনের পর এদিন সকালের লেনদেনে মার্কিন শেয়ারবাজারে চাঙ্গাভাব ফিরতে দেখা গেছে। মার্কিন স্টকের পাশাপাশি ডলারের মান শক্তি অর্জন করেছে। ইউরো ও ইয়েনের বিপরীতে মার্কিন মুদ্রার মান বৃদ্ধি পেলেও, ব্রিটেনের শক্তিশালী খুচরা বিক্রির সুবাদে পাউন্ডের বিপরীতে ডলারের মান বাড়েনি। সিএমসি মার্কেটস ইউকের বিশ্লেষক ডেভিড মাডেন বলেন, ইউরোপীয় ইকুইটি ট্রাম্প-সম্পর্কিত সেল-অফ জটিলতায় জড়িয়ে পড়েছে। এ জটিলতার জেরে মার্কিন শেয়ারবাজারে তীব্র পতন দেখা গেছে। এবার তা বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।