Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বরফ থেকে প্রাকৃতিক গ্যাস নিষ্কাশন

চীনের জ্বালানি নিরাপত্তায় যুগান্তকারী ভূমিকা রাখবে

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগর থেকে সংগৃহীত বরফ জাতীয় বস্তু থেকে সাফল্যের সাথে প্রাকৃতিক গ্যাস নিষ্কাশন করতে সক্ষম হয়েছে চীন। দেশটির ভূমি ও সম্পদ মন্ত্রণালয় বলছে, এই সাফল্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। মন্ত্রণালয় জানিয়েছে, চীনা প্রকৌশলীরা সাগরের তলদেশ দেশে স্ফটিক আকারে থাকা তথাকথিত ‘দাহ্য বরফ’- মিথেন হাইড্রেট উত্তোলন করে সেটি প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করেছেন। এই কাজটি করা হয়েছে দক্ষিণ চীন সাগরের শেনহু এলাকায় বসানো ভাসমান শোধনাগারে। এটি হংকং থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমি ও সম্পদ মন্ত্রী শিয়াং দামিং বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, বিশ্বে জ্বালানি শিল্পে বিপ্লব ঘটিয়ে দেয়ার মতো ঘটনা এটি। এই হাইড্রেট গ্যাস চীনের জ্বালানি নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। চীনা কর্তৃপক্ষ ২০৩০ সালের আগেই বাণিজ্যিকভাবে এই প্রাকৃতিক সম্পদ উত্তোলন শুরু করার পরিকল্পনা করেছে। জীবাশ্ম জ্বালানির মধ্যে মিথেন হাইড্রেট এখনো ব্যবহার করা হয়নি। কিন্তু এটি প্রকৃতিতে বিপুল পরিমানে রয়ে গেছে। ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চল বা সাগরের তলদেশে প্রচÐ চাপে ও অত্যন্তনিম্ন তাপমাত্রায় এই যৌগ তৈরি হয়। এটিকে সবুজ জ্বালানি বিবেচনা করা হয়। এটি পোড়ালে তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির প্রায় অর্ধেক কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং দহন ক্ষমতাও বেশি। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের হিসাবে, মিথেন হাইড্রেড এতো বেশি পরিমানে প্রকৃতিতে রয়েছে যা মজুদ সকল জীবাশ্ম জ্বালানির চেয়েও বেশি। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ