Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকের ১৩ ইউপির প্রতিটিতেই একাধিক স্বতন্ত্র ও বিদ্রোহী

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুানামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বুধবার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে গোটা উপজেলা পরিষদের রির্টানিং অফিসারের কার্যালয়ে আশপাশের এলাকা ছিল লোকে-লোকারণ্য। শহরের হোটেল-রেস্তোরাঁয় ছিল উপছে পড়া ভিড়। দলীয় মনোনীত প্রার্থী ছাড়াও প্রায় প্রতিটি ইউনিয়নে রয়েছে একাধিক স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী। প্রার্থীরা তাদের নেতা-কর্মীদের নিয়ে শোডাউন্ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ছাতক সদর ইউনিয়ন- আ.লীগের প্রার্থী সাইফুল ইসলাম, বিএনপি প্রার্থী জাহেদুল ইসলাম আহবাব, আ.লীগের বিদ্রোহী প্রার্থী মাফিজ আলী, রঞ্জন কুমার দাস ও স্বতন্ত্র সেলিম মিয়া। কালারুকা ইউনিয়ন- আ.লীগ প্রার্থী, বিএনপি’র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল হক, জামায়াতে ইসলামীর নজমুল হোসেন, খেলাফত মজলিসের মাওলানা আরিফুল হক ইদ্রিছ, আ.লীগ বিদ্রোহী প্রার্থী আফতাব উদ্দিন। উত্তর খুরমা ইউনিয়ন- আ.লীগের প্রার্থী বিলাল আহমদ, বিএনপি’র আব্দুল আলিম, জাতীয় পার্টির রমজান আলী ও স্বতন্ত্র প্রার্থী সামছুল ইসলাম খান। দক্ষিণ খুরমা ইউনিয়ন- আ.লীগের প্রার্থী আব্দুল মছব্বির, বিএনপির প্রার্থী জাহাঙ্গির আলম, জাতীয় পার্টির আবুল খায়ের ও স্বতন্ত্র আফরোজ আলী। নোয়ারাই ইউনিয়ন- আ.লীগ প্রার্থী আফজাল আবেদীন আবুল, বিএনপি’র হাজী জোয়াদ আলী তালুকদার, জাতীয় পার্টির শামীম আহসান, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আব্দুল খালিক পীর ও ছালিক মিয়া। চরমহল¬া ইউনিয়ন- আ.লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা কদর মিয়া, বিএনপির প্রার্থী আবুল হাসনাত, বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, জাতীয় পার্টির আব্দুস সালাম, স্বতন্ত্র আজাদ মিয়া, সিরাজুল হক ও আনফর আলী। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন- আ’লীগ প্রার্থী আলহাজ্ব সুন্দর আলী, বিএনপির দিলোয়ার হোসেন নাজমুল, আ.লীগের বিদ্রোহী ৪ জনের মধ্যে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আখলাকুর রহমান, ইব্রাহিম আলী ও আব্দুল মালিক সুন্দর, জাতীয় পার্টির সেলিম আহমদ। সিংচাপইড় ইউনিয়ন- আ.লীগের প্রার্থী সাহাব উদ্দিন সাহেল, বিদ্রোহী মোজাহিদ আলী, বিএনপির গাজী ফরহাদ হোসেন মিল্টন, জাতীয় পার্টির ডাঃ আব্দুল আহাদ, স্বতন্ত্র শেখ ফরহাদ আহমদ, আব্দুস সোবহান, আশিকুল ইসলাম, শাহজাহান তালুকদার, রাসেল মিয়া, সায়েম আহমদ ও হারিছ উল¬াহ। জাউয়াবাজার ইউনিয়ন- আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, বিএনপির এনামুল হক, বিদ্রোহী আবু সুফিয়ান, আ.লীগের বিদ্রোহী বশির আহমদ, মুরাদ আহমদ, জাতীয় পার্টির আবুল কালাম, স্বতন্ত্র আল আমিন, জাহাঙ্গির আলম, সুবেদ আহমদ রাজন, ফারুক আহমদ, নুরুল আলম ও আহমদ আল কবির। ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন- আ.লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ, বিএনপির ছায়াদ মিয়া, আ.লীগের বিদ্রোহী মকসুদ আহমদ মনির, আব্দুল খালিক, শফিকুল হক ও জামাল উদ্দিন। দোলারবাজার ইউনিয়ন- আ.লীগের প্রার্থী সায়েস্তা মিয়া, বিএনপির নুরুল আলম, জাতীয় পার্টির আব্দুল হামিদ ও স্বতন্ত্র কয়েছ আহমদ। ভাতগাঁও ইউনিয়ন- আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, বিএনপির এসএম ছমরু মিয়া মাস্টার, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ। ইসলামপুর ইউনিয়ন- আ.লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, বর্তমান চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল (স্বতন্ত্র), খেলাফত মজলিসের মাওলানা আকিক হোসাইন (ধানের শীষ), জাতীয় পার্টির ইব্রাহিম আলী, বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেম্বার বাবুল মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদির আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাতকের ১৩ ইউপির প্রতিটিতেই একাধিক স্বতন্ত্র ও বিদ্রোহী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ