Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএফের সভা আজ

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ফুটবলের আগের সেই জৌলুস এখন আর নেই। এ খেলাটি বাংলাদেশে জনপ্রিয়তা হারিয়ে বেশ ক’বছর আগেই। পড়ন্ত ফুটবল ম্যাচ দেখতে এখন আর দর্শকরা স্টেডিয়ামমুখী হন না। তবে এবার খেলাটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন। ফুটবল খেলার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে আলোচনার জন্য জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের সঙ্গে আজ এক মতবিনিময় সভায় বসছেন হালের ফুটবল সংগঠক ও পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন। হোটেল পূর্বানীর দিলকুশা হলে সন্ধ্যা সাতটায় আ জ ম নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের ডিএফএ’র সব কর্মকর্তারাই উপস্থিত থাকবেন। জানা গেছে, দেশব্যাপী ফুটবলের জাগরণ তৈরী করতেই ডিএফএর পাশে থাকতে চেয়েছেন তরফদার। তাই ফুটবল উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন ডিএফএ কর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ