Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত বন্ধ করছে সুইডেন

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চলমান তদন্ত কার্যক্রম প্রত্যাহার করছে সুইডেন। দেশটির ডিরেক্টর অব পাবলিক প্রসিকিউটর তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে বিবিসি। স¤প্রতি অ্যাসাঞ্জের বিরুদ্ধে আটকাদেশ প্রত্যাহারের জন্য সুইডিশ আদালতে আবেদন করেন তার আইনজীবী। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে হস্তান্তর বাঁচিয়ে নিরাপদে ইকুয়েডরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। এর পরপরই তদন্ত বন্ধের খবর পাওয়া গেল। ২০১০ সালে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর গোপন তারবার্তা প্রকাশ করে বিশ্বড়–ড়ে হৈ-চৈ ফেলে দেন ৪৫ বছর বয়সী অ্যাসাঞ্জ। তখন থেকেই মার্কিন কর্তৃপক্ষ তার ও উইকিলিকসের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। এসময় অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে সুইডিশ সরকার। বিবিসি, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ