Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ছেলেধরা গুজবে ছয়জনকে পিটিয়ে হত্যা

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ছেলেধরা গুজবের জেরে ছয়জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার পূর্ব সিংহভূমে ও সরাইকেলায় পৃথকভাবে এ হত্যার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে পূর্ব সিংহভূমের জাদুগোরার ইউরেনিয়াম টাউনশিপ এলাকায়। ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে পিটিয়ে মারে ক্ষিপ্ত এলাকাবাসী। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক নারীও। ঝাড়খÐ পুলিশের ডিআইজি প্রভাত কুমার জানান, টাউনশিপ এলাকার একটি বাড়িতে একদল শিশু পাচারকারীর জমায়েত হয়েছে বলে গুজব রটে যায়। এর পরই বিকাশ কুমার বর্মা, গৌতম কুমার বর্মা এবং গঙ্গেশ গুপ্ত নামের তিনজনকে বাড়ি থেকে টেনে রাস্তায় ফেলে মারতে থাকে ক্রুদ্ধ জনতা। খবর পেয়ে এই তিনজনকে উদ্ধারের জন্য যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তখন ব্যাপক জনরোষের মুখে পড়তে হয় পুলিশকেও। পুলিশের গাড়ি ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ওই তিন আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ