Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছেন শীর্ষ ধনীরা

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে বৈশ্বিক ইকুইটি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। বøুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের তথ্য অনুসারে, গত বুধবার বিশ্বের শীর্ষ ধনীরা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি ডলার হারিয়েছেন। ওই দিন মাইক্রোসফট করপোরেশনের শেয়ার দর ২ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে, এক বছরের মধ্যে যা সর্বোচ্চ। যার জেরে ৮ হাজার ৬৮০ কোটি ডলার সম্পদের মালিক বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস হারিয়েছেন ১০০ কোটি ডলার। আমাজান ডটকমের সহ-প্রতিষ্ঠাতা জেফ বোজেস ১৭০ কোটি ডলার হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ৩ নম্বরে নেমে গেছেন। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ২ দশমিক ২ শতাংশ। দিন শেষে ৩৫ কোটি ৫০ লাখ ডলার হারিয়ে ৮ হাজার ৩২০ কোটি ডলার নিয়ে শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ রিটেইলিং টাইকুন আমানসিও ওর্তেগা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং এফবিআইর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করা নিয়ে তদন্ত হোয়াইট হাউজে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক ইকুইটি বাজারে। ফলে গত সেপ্টেম্বরের পর মার্কিন স্টকে তীব্র পতন দেখা গেছে। এর মধ্যে নাসডাক কম্পোজিট হ্রাস পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এমএসসিআই অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ব্যাংক স্টকগুলো। ইকুইটি বাজারের ধস থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। সামাজিক গণমাধ্যমটির শেয়ার ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পাওয়ায় জাকারবার্গের সম্পদের পরিমাণ কমেছে ২ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স অনুসারে, ৬ হাজার ২৩০ কোটি ডলার নিয়ে শীর্ষ ধনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জাকারবার্গ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বিলিয়নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিট সম্পদের পরিমাণ ৩০০ কোটি ডলার। তবে ব্লুমবার্গ ইনডেক্সে স্থান পাননি তিনি। প্রতিদিন বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর সম্পদের পরিমাণ পর্যবেক্ষণ করে থাকে বøুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স, যাদের সমন্বিত সম্পদের পরিমাণ ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ