Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটম গাম-ডিআরইউ মিডিয়া হ্যান্ডবলে দুর্দান্ত জয়ে শেষ আটে ইনকিলাব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ২:৪৭ পিএম | আপডেট : ১২:০৬ এএম, ২০ মে, ২০১৭

স্পোর্টস রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ব্যবস্থাপনায় ও প্রাণ কনফেকশনারির পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এটম গাম-ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে দৈনিক ইনকিলাব।

আজ টুর্নামেন্টের তৃতীয় দিন শুক্রবার দুর্দান্ত এক ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গাজী টিভিকে ৫-২ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় গতবারের কোয়ার্টার ফাইনালিস্টরা।

ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচটিতে ইনকিলাবের হয়ে ৪ গোল করা রবিউল ইসলাম হন ম্যাচসেরা। বাকি গোলটি ফারুক হোসাইনের।

আজই শেষ হলো টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। আগামী ২৫ ও ২৫ মে কোয়ার্টার, সেমি ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নিজেদের প্রথম ম্যাচে দৈনিক ইনকিলাব ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ছিল কালের কণ্ঠকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ