Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ন্যাচ্ড

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

‘ওয়ার্ম বডিজ’ (২০১৩) ফিল্মের জন্য খ্যাত জনাথান লেভিন পরিচালিত কমেডি চলচ্চিত্র ‘স্ন্যাচ্ড’। ‘ফিফটি/ফিফটি’ (২০১১) এবং ‘দ্য ওয়েকনেস’ (২০০৮) লেভিন পরিচালিত অন্য দুটি চলচ্চিত্র।
দক্ষিণ আমেরিকায় অবকাশ যাপনের জন্য রওয়ানা দেবার ঠিক আগে এমিলির (এমি শুমার) প্রেমিক মাইকেল (র‌্যান্ডাল পার্ক) তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে এমিলি তার মাকে নিয়ে সেখানে যাবার সিদ্ধান্ত নেয়। মা লিন্ডা (গোল্ডি হন) বাড়াবাড়ি ধরনের সতর্কতাপরায়ণ এক মানুষ। কোনও কিছু করার আগে সাতবার ভেবে নেয়। গন্তব্যে পৌঁছার পর এমিলি অনুভব করে তার মা একেবারে তার বিপরীত। কিন্তু এরপরও তারা ভ্রমণ উপভোগ করতে থাকে অঘটন ঘটার আগে পর্যন্ত। মা-মেয়ে দুজনই অজান্তে এক ভয়ানক অপহরণের ঘটনায় জড়িয়ে পড়ে। এ থেকে বেরিয়ে আসার জন্য দুজনের মতপার্থক্য ভুলে একসঙ্গে কাজ করতে হবে।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

হলিউড শীর্ষ পাঁচ

১। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু ২।  ¯œ্যাচ্ড ৩।  কিং আর্থার : লেজেন্ড অফ দ্য সোর্ড ৪। ফেইট অফ দ্য ফিউরিয়াস
৫। বিউটি অ্যান্ড দ্য বিস্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ন্যাচ্ড

১৯ মে, ২০১৭
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ