Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পশ্চিমবঙ্গের বঙ্গভূষণ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বঙ্গভ‚ষণ সম্মান দিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী ২০ মে নজরুল মঞ্চ থেকে বঙ্গবিভ‚ষণ ও বঙ্গভ‚ষণ সম্মান দেওয়া হবে। মঞ্চ থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানার হাতে পুরস্কার তুলে দেবেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের গুণী এই শিল্পীকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভ‚ষণ সম্মাননায় ভ‚ষিত করবে। রেজওয়ানা চৌধুরী বন্যা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাঠানো অনুষ্ঠানের আমন্ত্রণ তিনি পেয়েছেন। সম্মান দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। এ ধরনের পুরস্কার শিল্পীর কাজে অনুপ্রেরণা দেয়, দায়বদ্ধতা বাড়ায়। উল্লেখ্য, বঙ্গভ‚ষণ ও বঙ্গবিভ‚ষণ পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার। ২০১২ সাল থেকে এই সম্মান প্রদান করা হচ্ছে। এর আর্থিক মূল্যমান ১ লাখ রুপি। সঙ্গে থাকছে সম্মাননা স্মারক ও উত্তরীয়। ২০১৫ সালে নজরুলগীতি শিল্পী প্রয়াত ফিরোজা বেগমকে মরণোত্তর বঙ্গবিভ‚ষণ দেয়া হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মাননা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ