Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর ১৪তম শিরোপা

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আসরের ফাইনালে তারা শুটআউটে ৮-৭ গোলে নৌবাহিনীকে হারিয়ে শিরোপা ঘরে তুলে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে অমিমাংসিত ছিলো। এসময় সেনাবাহিনীর পক্ষে হাসান যুবায়ের নিলয় দু’টি ও  মনোজ বাবু একটি গোল করেন। নৌবাহিনীর হয়ে তিন গোল শোধ দেন যথাক্রমে রোমান সরকার, আশরাফুল ও রাসেল মাহমুদ জিমি। পেনাল্টি শুটআউটে সেনাবাহিনীর সাব্বির রানা, রোকনুজ্জামান, শফিকুল ইসলাম ও পুুস্কর খিসা মিমো গোল করেন। তবে আহসান হাবিব গোল করতে গেলে নৌবাহিনীর গোলরক্ষক অসীম গোপ তাকে হাটু দিয়ে আঘাত করেন। ফলে পেনাল্টি স্ট্রোক দেন আম্পায়ার। পেনাল্টি স্ট্রোক থেকে সাব্বির গোল আদায় করে নেন। ফলে ৮-৭ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে সেনাবাহিনী। জাতীয় হকিতে এটা সেনাবাহিনীর ১৪তম শিরোপা জয়। ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে  এর আগে তারা সর্বাধিক ১৩ বার চ্যাম্পিয়ন হয়। ১৯৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ও ৮৮ সালে (১৯৮৭ সালে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি) টানা সাতবার (ডাবল হ্যাটট্রিক) শিরোপা ঘরে তুলে সেনাবাহিনী। কাল ফাইনালের আগে স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা জেলা ৫-১ গোলে ঢাকা শিক্ষা বোর্ডকে হারিয়ে তৃতীয় হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সেনাবাহিনী ট্রফির সঙ্গে এক লাখ ও রানার্সআপ নৌবাহিনী ট্রফি ও ৫০ হাজার টাকা প্রাইজমানি পায়। তৃতীয়স্থান লাভ কারী ঢাকা জেলাকে দেয়া হয় ট্রফি ও ২০ হাজার টাকা প্রাইজমানি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন  সেনাবাহিনীর শফিকুল ইসলাম। তাকে পুরস্কার হিসেবে দেয়া হয় ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি। একই দলের সর্বোচ্চ মিলন হোসেন ৩৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ১০ হাজার টাকা ও ট্রফি। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম এমপি। এ সময় ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত ও হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ