Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প রাশিয়াকে গোপন তথ্য দেননি : পুতিন

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও গোপন তথ্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে দেননি বলে জানিয়েছেন রাশিয়ার প্রাসিডেন্ট ভøাদিমির পুতিন। একথা তিনি প্রমাণও করে দিতে পারবেন বলে দাবি করেন। বিষয়টি নিশ্চিত করার জন্য পুতিন মার্কিন কংগ্রেসকে ওই বৈঠকের একটি রেকর্ড পাঠানোর প্রস্তাব দিয়েছেন। সোচিতে এক সংবাদ সম্মেলনে সহাস্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, আমি আজ তার (ল্যাভরভের) সঙ্গে কথা বলব। তিনি আমাদের ওই গোপন তথ্য না জানানোয় আমি তাকে তীব্র ভর্ৎসনা করতে বাধ্য হব। তিনি না আমাকে বলেছেন, না রাশিয়ার গোয়েন্দা সংস্থার কোনও প্রতিনিধিকে বলেছেন। তিনি খুব খারাপ করেছেন। তার পর হাসি-ঠাট্টা থেকে বেরিয়ে এসে গম্ভীর পুতিন বলেন, যদি ট্রাম্প প্রশাসন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন মনে করে তবে আমি বলছি, কোনও গোপন নিরাপত্তা গোয়েন্দা তথ্য ভাগাভাগি হয়নি। এটি নিশ্চিত করতে রাশিয়া ল্যাভরভের সঙ্গে ট্রাম্পের বৈঠকের অনুলিপি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে পাঠাবে। তবে ট্রাম্প-ল্যাভরভ বৈঠকের কোনও অডিও তাদের হাতে নেই জানিয়ে ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকোভ সাংবাদিকদের বলেন, মস্কোর কাছে বৈঠকের হাতে লেখা অনুলিপি আছে। যদিও রিপাবলিকান দলের একজন শীর্ষ নেতা বলেছেন, পুতিনের কাছ থেকে আসা কোনোও অনুলিপিতেই তার তেমন আস্থা নেই। গত সপ্তাহে হোয়াইট হাউজের ওভাল অফিসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকও উপস্থিত ছিলেন। আরটি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ