Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচে বাজে চুক্তি নবায়ন যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তিকে সবচে বাজে চুক্তি বলে তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন। কিন্তু কাজের ক্ষেত্রে করলেন ঠিক উল্টোটি। বাতিল না করে চুক্তি নবায়নের ঘোষণা দিলেন তিনি। এর ফলে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ আরো বাড়লো। গত বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিনিময়ে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে চুক্তি হয়েছিল, মার্কিন প্রশাসন তা মেনে চলছে। এর আওতায় চুক্তি নবায়ন করা হয়েছে। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে সমঝোতা চুক্তিতে রাজি হয় ইরান। এর ফলে দেশটি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। বিনিময়ে ইরানের ওপর জারি করা নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নিতে রাজি হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ চুক্তিকে বারাক ওবামা এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কূটনৈতিক সফলতা বিবেচনা করা হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির ঘোর বিরোধী। তিনি মনে করেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হয়নি। এতে এককভাবে ইরানের স্বার্থ রক্ষা করা হয়েছে। নির্বাচনী প্রচারের সময় তিনি এ চুক্তিকে ‘সবচে বাজে চুক্তি’ বলে মন্তব্য করেন। ক্ষমতায় গেলে এটা বাতিল করবেন বলে জানান। কিন্তু ক্ষমতা নেয়ার পরে এ ইস্যুতে ইউটার্ন নিয়েছেন ট্রাম্প। বাতিলের পরিবর্তে মেয়াদ বাড়ালেন আলোচিত এ চুক্তির। তবে মার্কিন প্রশাসনের ভাষ্য, ইরান ২০১৫ সালের চুক্তি মেনে চললেও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দেশটির ভূমিকা উদ্বেগজনক। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • Maqbul Hossain ১৯ মে, ২০১৭, ১২:৪০ পিএম says : 0
    আমেরিকা হচ্ছে আসল .........।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ