Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি সংঘাতের আশঙ্কাকে বাড়াচ্ছে

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

পাল্টা আঘাত হানার জন্য দক্ষিণ কোরিয়াও প্রস্তুত : মুন
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জাইন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংঘাতের আশঙ্কাকে বাড়িয়ে তুলছে। তিনি বলেন, স¤প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত বাড়ছে। তবে পাল্টা আঘাত হানার জন্য দক্ষিণ কোরিয়াও প্রস্তুত রয়েছে। গত বুধবার তিনি এসব কথা বলেন । উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগের আগ্রহ প্রকাশ করার পর পরই এ মন্তব্য করেছেন তিনি। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় সাড়ে ২৮ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির রাশ টেনে ধরতে একত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এদিকে দেশটির সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছে সিউল। বিশেষ করে উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য অবরোধ ও আলোচনা— এমন টু-ট্র্যাক নীতি অবলম্বন করতে আগ্রহী মুন জাইন। যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানার মতো পারমাণবিক গোলা পরিবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে কাজ করার কথা প্রকাশ্যেই জানিয়ে আসছে পিয়ংইয়ং। একই সঙ্গে এ কর্মসূচি স্থগিতের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়সহ একমাত্র মিত্র চীনের আহŸানও উপেক্ষা করেছে দেশটি। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত রোববার নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানায়, বৃহদায়তন ভারী পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়ার এ কর্মসূচির তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল ভবন থেকে মুন জাইন জানান, বাস্তবতা হলো, নর্দান লিমিট লাইন (এনএলএল) ও সামরিক প্রভেদরেখায় সামরিক সংঘর্ষের উচ্চসম্ভাবনা রয়েছে। রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ