Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে ভারত

২০৩২ সালের মধ্যে ৬৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন করে ১০টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ভারত। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। এর মাধ্যমে ২০৩২ সালের মধ্যে ৬৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগোচ্ছে ভারত। এই বিদ্যুৎকেন্দ্রগুলো হবে স্থানীয় প্রযুক্তির প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর (পিএইচডবিøউআর)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় বিদ্যুৎ ও কয়লা মন্ত্রী পীযুষ গয়াল সংবাদ সম্মেলনে বলেন, মন্ত্রিসভা স্থানীয় প্রযুক্তিতে আরো ১০টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সবগুলো মিলে প্রায় সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। যেখানে ভারত বর্তমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৬ হাজার ৭৮০ মেগাওয়াট বা ৬ দশমিক ৭৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। ২০৩২ সালের মধ্যে এই উৎপাদন ৬৩ গিগাওয়াটে উন্নীত করার উচ্চাভিলাসী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে মোট ৬ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ইতিমধ্যে এগুলোর নির্মাণ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে, ২০২১-২২ সালের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি তৈরি করে স্থানীয় কারখানাগুলোর ৭০ হাজার কোটি রুপি ব্যবসা হবে। একই সাথে কর্মসসংস্থান তৈরি হবে ৩৩ হাজার ৪০০ লোকের। বিজ্ঞানীরাও পাবেন বিশেষ সুযোগ সুবিধা। বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণ করা হবে: রাজস্থানের মাহি বানস্বারা, মধ্যপ্রদেশের চুটকা, কর্নাটকের কাইগা এবং হরিয়ানার গোরখপুরে। প্রসঙ্গত, ভারতে বিদ্যুতের পঞ্চম বৃহত্তম উৎস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম সারির উৎসগুলো যথাক্রমে: কয়লা, প্রাকৃতিক গ্যাস, পানিবিদ্যুৎ এবং অন্যান্য নবায়নযোগ্য উৎস। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ