Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ম্যাকরোন মন্ত্রিসভায় নারী-পুরুষের সমতা

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমতা প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসেছেন ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন। শপথ নিয়ে সরকার গঠনে সেই প্রতিশ্রæতি পূরণের পথে প্রথম পদক্ষেপ নিলেন তিনি। ২২ জনের মন্ত্রিসভা গঠন করেছেন ম্যাকরোন। তার মধ্যে ১১ জনই নারী। শুধু মন্ত্রিসভায় নারী-পুরুষের সমতা নিশ্চিত করেননি ম্যাকরোন। পাশাপাশি বিভিন্ন খাতের পরিচিত মুখদের মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অলিম্পিক বিজয়ী জনপ্রিয় ক্রীড়াবিদ লরা ফ্লেসেল। ফ্রান্সের খেলাধুলার জগতে এ নারী খুবই পরিচিত একটি মুখ। বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন মুখ বসালেও স্বরাষ্ট্র, অর্থ ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন অভিজ্ঞ রাজনীতিকদের হাতেই। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিক ব্রুনো লু মেরিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গ্রেরার্দ কলোম্ব। সমাজতান্ত্রিক এ রাজনীতিকের দেশটির লেয়ন শহরের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। প্রভাবশালী মধ্যপন্থী রাজনীতিক ফ্রাঁসোয়া বাইরু সামলাবেন বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব। দেশটির বর্ষীয়ান সমাজতান্ত্রিক রাজনীতিক জেন-ইভেস লু দ্রিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সরকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বে ছিলেন। সুপরিচিত ফরাসি পরিবেশবিদ নিকোলাস হুলোত পরিবেশ মন্ত্রণালয়ের ভার পেয়েছেন। শুধু মন্ত্রিসভায় নয় পার্লামেন্টেও সমতা গড়তে চান ম্যাকরোন। প্রচলিত রাজনীতির বাইরে থেকে আসা ব্যক্তিদের সমন্বয়ে তিনি ফরাসি পার্লামেন্ট গড়তে চান। তাই বর্ষীয়ান রাজনীতিকদের বদলে গুরুত্ব দিচ্ছেন বয়সে তরুণ ও স্বচ্ছ ভাবমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের। আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ৫৭৭ আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪২৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তার উদারপন্থী রাজনৈতিক দল অঁ মার্চ। নতুন এ রাজনৈতিক দলে বর্তমান এমপিদের মধ্য থেকে মাত্র ২৪ জন জায়গা পেয়েছেন। তারা সবাই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সোস্যালিস্ট পার্টির হয়ে দায়িত্ব পালন করছেন। তালিকার ৫২ শতাংশই সুশীল সমাজের প্রতিনিধি। আছেন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, আইনজীবী, পুলিশ, উন্নয়নকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তালিকার প্রায় অর্ধেকই নারী। যাদের অধিকাংশেরই রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। প্রাধান্য পেয়েছেন বয়সে তরুণরা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ