মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ট্রাম্প প্রশাসনের আরোপিত ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের কিছু দেশের যুক্তরাষ্ট্রগামী বাণিজ্যিক উড়োজাহাজের সম্পৃক্ততার আশঙ্কা করা হয়েছিল। মার্কিন প্রশাসনের কর্তা ব্যক্তিদের কথায় এমন আভাস মিলেছিল। তবে আপাতত এমন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। গত বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন নিশ্চয়তা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। একইসঙ্গে দু’পক্ষ উড়োজাহাজ চলাচলে সম্ভাব্য নিরাপত্তা হুমকি বিবেচনা ও তা রোধ করার বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে একমত হয়েছেন। সন্ত্রাসী হুমকির অভিযোগে গত মার্চ মাসে আটটি মুসলিম প্রধান দেশের ১০টি বিমানবন্দর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে মোবাইল ব্যতীত বড় ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির আকস্মিক এ পদক্ষেপের ফলে ক্ষতির সম্মুখীন হয় আকাশ সেবা শিল্প। যুক্তরাষ্ট্রের পরে যুক্তরাজ্যও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত মাঝ আকাশে উড়োজাহাজের মধ্যে থাকা বড় আকারের ইলেকট্রনিক্স ডিভাইসের লিথিয়াম ব্যাটারির বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর ভয় থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।