মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরে নতুন করে রকেট লঞ্চার মোতায়েন করল বেইজিং। ফায়ারি ক্রস রিফে এই রকেট লঞ্চার রাখা হয়েছে। এই অংশটি চীনের প্রশাসনের অধীনে থাকলেও ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানও এই অংশ নিজেদের বলে দাবি করে। এই অংশে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরে অধিকার ফলাতে চাইছে বেইজিং। চীনের এই সামরিকীকরণের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। চীনের এক সংবাদমাধ্যম জানিয়েছে, নরিঙ্কো সিএস/এআর-১ ৫৫এমএম অ্যান্টি ফ্রগম্যান রকেট লঞ্চার মোতায়েন করা হয়েছে। ফায়ারি ক্রস রিফের স্প্রাটলি আইল্যান্ডে রাখা হয়েছে এই লঞ্চার। ২০১৪ সালে ভিয়েতনাম প্রচুর মাছের জাল রাখে এই রিফে। সেখানেই এবার রকেট লঞ্চার রাখল চীন। এই রিফে চীন একটি বিমানবন্দর তৈরি করছে। প্রতি বছর এই দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে গোটা বিশ্বের ৫ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। সিনহুয়া, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।