পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থিত গ্রিক দেবির ‘মূর্তি’ লেডি জাস্টিস অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ‘সুপ্রিম কোর্টের পবিত্রতা রক্ষায় মূতি অপসারণের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে বক্তরা এদাবি জানান। আইনজীবীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ভাস্কর্য সরাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি আহ্বান জানান। তারা বলেন, ১৯৪৭-৪৮ সালে সুপ্রিম কোর্ট স্থাপনের পর থেকে এখানে কোনো ভাস্কর্য নির্মাণ করা হয়নি। জাতীয় ঈদগাহ ময়দানের সামনে এরকম ভাস্কর্য বসানো যড়যন্ত্রমূলক।
সুপ্রিম কোর্টের নকশার কোথাও ভাস্কর্য নেই। ৯০ ভাগ মুসলমানের এ দেশে ভাস্কর্য স্থাপন গভীর যড়যন্ত্রের শামিল বলে তারা উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল আশরাফ উজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব, মুন্সি কবির হোসেন, আবুল হাসেন, সরোয়ার হোসেন, আরিফুল ইসলামসহ প্রায় অর্ধশত আইনজীবীরা মানববন্ধনে অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।