Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হাজার নতুন হজ কোটা আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম


মানববন্ধন কর্মসূচিতে-কোটা বঞ্চিত হজ এজেন্সি’র আহবায়ক কমিটি
স্টাফ রিপোর্টার : প্রাক-নিবন্ধিত ৫০ হাজার নতুন হজ কোটা আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন কোটা বঞ্চিত হজ এজেন্সি’র আহবায়ক কমিটি’র নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ বলেন, আগামী ২১ মে সউদী বাদশা’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী সউদী আরবে রাষ্ট্রীয় সফরে যাচ্ছে। সউদী সফরকালে প্রধানমন্ত্রী সউদী বাদশাহ সালমানের কাছে প্রাক-নিবন্ধিত ৫০ হাজার হজ কোটা বরাদ্দের অনুরোধ জানান তা’ হলে সউদী বাদশাহ অবশ্যই বাংলাদেশী হজযাত্রীদের হজে যাওয়ার বিষয়টি সুবিবেচনা করবেন। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কোটা বঞ্চিত হজ এজেন্সি’র আহবায়ক কমিটি’র নেতৃবৃন্দ এহেরামের কাপড় পড়ে মানববন্ধন কর্মসূচি পালন কালে একথা বলেন। সংগঠনের আহবায়ক মাহফুজ বিন সিরাজের সভাপতিত্বে এতে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, তানভীর জাহান ফারুকী, ইসমাইল হোসেন জাহিদ, মোস্তফা কামাল আজাদী, মাওলানা মোঃ ফজলে এলাহী, মাওলানা মাসউদুর রহমান। সভাপতি’র বক্তব্যে মাহফুজ বিন সিরাজ বলেন, চলতি বছর প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ৮৭ হাজার । তিনি বলেন, হজযাত্রী বৃদ্ধির প্রবণতা একই হাওে অপরিবর্তিত থাকলে অদূর ভবিষ্যতে হজ ব্যবস্থাপনায় এক চরম বিশৃঙখলা সৃষ্টি হবে। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে রাজকীয় সউদী সরকারের কাছে নতুন হজ কোটা বরাদ্দ পেতে সউদী আরবে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ