Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সেনা ও নৌবাহিনী ফাইনাল

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। আজ বেলা সোয়া তিনটায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ দুই দল শিরোপার জন্য লড়বে। এর আগে গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী ৪-০ গোলে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। বিজয়ী দলের শফিকুল ইসলাম দু’টি এবং পুষ্কর ক্ষিসা মিমো ও মনোজ বাবু একটি করে গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে নৌবাহিনী ৪-৩ গোলে ঢাকা শিক্ষা বোর্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি দু’টি এবং কৌশিক ও রিমন কুমার একটি করে গোল করেন। ঢাকা শিক্ষা বোর্ডের হয়ে প্রমোদ দেওয়ান, শাওন শেখ ও প্রিন্স লাল সামন্ত গোল শোধ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ