Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে আ’লীগ মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যান

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ১৬টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ। এরমধ্যে সূতিপাড়া ইউনিয়নে মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা রেজাউল করীম রাজাকে প্রত্যাখ্যান করেছে অন্য ২ মনোনয়ন প্রত্যাশী। এরা হলো ২১ আগস্ট গ্রেনেড হামলার আহত ও কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম চৌধুরী সেলিম। আরেক মনোনয়ন বঞ্চিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি । এ দু’জন বিদোহী প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলেও জানান।
জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে ৯নং সূতিপাড়া ইউনিয়নে তীর্ণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সমর্থন নিয়ে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেন যুবলীগ নেতা রেজাউল করীম রাজাকে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ঢাকা জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকুসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধামরাইয়ে আ’লীগ মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ