নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ব্যবস্থাপনায় ও প্রাণ কনফেকশনারীর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এটম গাম-ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ নিজেদের প্রথম ম্যাচে দৈনিক ইনকিলাব মুখোমুখি হচ্ছে কালের কন্ঠের। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এদিন আরো সাতটি ম্যাচ মাঠে গড়াবে।
এর আগে গতকাল সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩২ দলের এ আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রাণ কনফেকশনারী লিমিটেডের ব্রান্ড ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন ও সহকারী ব্রান্ড ম্যানেজার মাহবুবুল আলম। আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। উদ্বোধনী দিনে রেডিও টুডে ২-০ গোলে বাংলা নিউজ ২৪. কমকে, জনকণ্ঠ ১-০ গোলে আজকালের খবরকে, আমাদের সময় ৬-২ গোলে বাংলা ট্রিবিউনকে এবং জিটিভি ১-০ গোলে ডেইলি স্টারকে হারায়। এছাড়া মানবজমিন ১-০ গোলে মানবকণ্ঠকে, জাগো নিউজ ৫-২ গোলে সংগ্রামকে এবং ভোরের কাগজ ৪-১ গোলে হারায় দৈনিক করতোয়াকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।