Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মিতা মল্লিকের একক অ্যালবাম সুখের মুহূর্ত

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে নবীন কন্ঠশিল্পী মিতা মল্লিকের নতুন একক অ্যলবাম সুখের মুহূর্ত। সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে অ্যালবামটি। এরইমধ্যে অনলাইন, ইউটিউবে গানগুলো পাওয়া যাচ্ছে। অল্প সময়ে সাড়া জাগিয়েছে সুখের মুহূর্ত শিরোনামের টাইটেল গানটি। গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। অ্যালবামটির সুর সংগীত করেছেন আহসান হাবিব ছবি। মিঘ্রই মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। মিতা মল্লিক বলেন, সুখের মুহুর্ত গানটি গাওয়ার পর পরিচিতজনরা শুনে খুব প্রশংসা করলেন। তারপর অ্যালবাম প্রকাশের পর থেকে এখন প্রতিদিন গানটি নিয়ে সাড়া পাচ্ছি। অনেকে বলছেন, গানটি মিউজিক ভিডিও হলে জনপ্রিয় হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া পুরো অ্যালবমাটি আমার স্বপ্নের, ভালবাসায় জড়ানো। খুবই আনন্দিত আমি। এভাবে গানে গানে জয় করতে চাই সবার হৃদয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিতা মল্লিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ