Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কান্দাহারে বিস্ফোরণে হতাহত ১৩

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে গত মঙ্গলবার রাতে জোড়া বিস্ফোরণে একজন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। গতকাল বুধবার প্রাদেশিক সরকারের মুখপাত্র শামীম খপালবাক একথা বলেন। তিনি বার্তা সংস্থা বলেন, স্থানীয় সময় গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় চাওক-এ-মাদাদ এলাকায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কয়েক মিনিট পর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি তদন্ত করছে ঠিক তখন দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় তিন পুলিশ ও নয় বেসামরিক লোক আহত হয়েছে। আহতদের নগরীর মীরওয়াসি হাসপাতালে পাঠানো হযেছে। নগরীটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪শ ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংস্থা এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা অতীতে এ ধরনের হামলাই চালিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ