Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

নাতিকে নিয়ে রেকর্ড
ইনকিলাব ডেস্ক : কাজের জন্য বয়স যে কোনো বাধা নয় তা আবারো প্রমাণ করলেন বৃটিশ এক প্রবীণ নাগরিক। মাত্র ৩৮ দিন আগে ১০১ বছরে পা দিয়েছেন প্রবীণ বৃটিশ যোদ্ধা ভের্দুন হায়েজ। আর জীবনের এই সময়ে এসে এক নতুন রেকর্ড গড়লেন মিস্টার হায়েজ। আপাতত তিনিই বিশ্বের প্রবীণতম স্কাইডাইভার। বয়স কে তোয়াক্কা না করেই এই গ্রেট গ্র্যান্ড পা ১৫ হাজার ফুট উচ্চতায় প্লেন থেকে ঝাঁপ মারলেন সোজা দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডেভনের একটি বিমানাঙ্গনে। সঙ্গে ছিলেন পরিবারের ১০ জন সদস্য। ওয়েবসাইট।

ডিজিটাল ভিক্ষা
ইনকিলাব ডেস্ক : পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে ভিক্ষুকরা পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষে নিয়ে থাকেন। চীনের জিনান প্রদেশের ডিজিটাল ভিক্ষার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। জিনান চীনের এমন একটি জায়গা যেখানে প্রতি বছরই প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক বেড়াতে যান। সেই জিনান প্রদেশেরই ওয়াংফু পুল এলাকায় ভিক্ষুকরা ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষাগ্রহণ করছেন। কী ভাবে সম্ভব হচ্ছে এই ডিজিটাল ভিক্ষা? ভিক্ষুকরা নিজেদের ভিক্ষাপাত্রে কিউআর কোড সমন্বিত একটি কার্ড রেখে দিচ্ছেন। ওয়েবসাইট।
ফেসবুক লাইভে ইনকিলাব ডেস্ক : জারেড ম্যাকলেমোর (৩০) নামের যুক্তরাষ্ট্রের একজন সংগীতশিল্পী ফেসবুক লাইভে এসে গায়ে আগুন ধরিয়ে দেন। পরে হাসপাতালে মারা যান তিনি। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে। গায়ক হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের বাসিন্দা ম্যাকলেমোর। ওয়েবসাইট।

নিহত ১০
ইনকিলাব ডেস্ক : জর্দান সীমান্তের কাছে সিরিয়ার রুকবান শরণার্থী শিবিরে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। গত সোমবার রাতে এক রেস্তোরাঁর কাছে একটি গাড়িবোমা ও অপরটি নিকটবর্তী বাজারে বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সাইট জানিয়েছে, নিজেদের বার্তা সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ