Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফ্রেঞ্চ ওপেনকে ফেদেরারের না

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে গত ফ্রেঞ্চ ওপেনে ছিলেন না রজার ফেদেরার। এবার আর সেই সমস্যা নেই। তবুও তাকে পাচ্ছে না ফ্রেঞ্চ ওপেন। সেচ্ছায় নিজেকে সরিয়ে নিলেন ১৮ গ্র্যান্ড¯ø্যামের মালিক। ঘাস ও শক্ত কোর্টে নামার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে তার এই সিদ্ধান্ত বলে জানান ফেদেরার। তবে পরের মৌসুমের জন্য ভক্তদের আশ্বস্থ করে বলেন, ‘এখনো অনেক সময়ই তো পড়ে আছে।’
বয়স হয়ে গেছে ৩৫। ক্যারিয়ারকে দীর্ঘায়ু করতে তাকে সামনে এগুতে হচ্ছে অতি সুক্ষাভাবে। যে কারণে তার এই সেচ্ছানির্বাসন, ‘ক্যারিয়ারকে দীর্ঘায়ূ করতে আমাকে অনেক ছাড় দিতে হবে।’ সুইস তারকা বলেন, ‘টেনিসের প্রতি আমার প্রবল আকর্ষণের কারণে আমি এবং আমার দল শুধুমাত্র ক্লে কোর্টের এই ইভেন্ট বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমার শারীরিক সক্ষমতা ও বাকি মৌসুমের কথা ভেবেই।’ র‌্যাংকিংয়ের ৫ নম্বর বাছাই বলেন, ‘ফরাসি ভক্তদের আমি মিস করব, যারা সত্যিই অসাধারণ এবং সামনের মৌসুমে রোলাঁ গারোয় খেলার জন্য আমি মুখিয়ে আছি।’
নিজেকে সরিয়ে নেয়ার যুক্তিসংগত আরো কারণ আছে ফেদেরারের। ১৯৯৯ সালে ফ্রেঞ্চ ওপেনে অভিষেক হওয়ার পর টানা ২০১৫ সাল পর্যন্ত ষোল বছরে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, ২০০৯ সালে। চারবার হয়েছেন রানার-আপ। তবে চলতি মৌসুমটা যে তার খারাপ যাচ্ছে তা নয়। মৌসুমটা শুরুই হয় তার ৫ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের মত বড় গ্র্যান্ড¯ø্যাম জয়ের মধ্য দিয়ে। এরপর ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি পরিবাস ওপেন ও দুই সপ্তাহ পর জেতেন মিয়ামি ওপেন।
আগামী ২৮ মে শুরু হবে এবারের ফ্রেঞ্চ ওপেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ