Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজও বাংলাদেশের প্রতিপক্ষ বৃষ্টি

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে ‘শীতের উপর মরার ঘা’ হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। যার ফলে প্রথম ম্যাচটি শেষই করতে পারেনি আয়োজকেরা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মতো আজও ম্যাচটি পড়তে পারে বৃষ্টির বাধায়! স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। ম্যাচ চলাকালীন সময়ে বাগড়া দিতে পারে বৃষ্টি, সেই সাথে সকালে ভারী বর্ষণ হওয়ারও রয়েছে সম্ভাবনা। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, এদিন ডাবলিনের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে আর্দ্রতা থাকবে শতকরা ৬৪ ভাগ আর বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৯ মাইল বলেও জানা গেছে। সে অর্থে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে খেলার সময় আবাহাওয়ার বিপক্ষেও লড়তে হবে টাইগারদের।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মালাহাইডে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩১.১ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান যোগ করার পর বৃষ্টির বাগড়ায় পরে বাংলাদেশের ইনিংস। এরপর বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বাধায় পড়তে হয় স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি সম্পন্ন করতে সক্ষম হন ম্যাচ অফিশিয়ালরা।
এদিকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আরোপিত নিষেধাজ্ঞার ফলে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। এর আগে ১২ মাসের মধ্যে তিন ম্যাচে ¯েøা-ওভার রেটিংয়ের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন মাশরাফি মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আরোপিত হওয়া সাজা শেষ হলো আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ই মে।
নিজেদের খেলা একমাত্র ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পূর্ণ চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথমস্থানে অবস্থান করছে কিউইরা। অপরদিকে, বৃষ্টি বাগড়ায় ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান মাশরাফি-সাকিবদের। আজকের ম্যাচের পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শেষ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২৪শে মে যথাক্রমে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে।



 

Show all comments
  • জেসমিন ১৭ মে, ২০১৭, ১১:৫৫ এএম says : 0
    আল্লাহর কাছে প্রার্থণা করছি যে, আজকে যেন ওখানে বৃষ্টি না হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ