নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের ‘ই’ গ্রæপে টানা তিন ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ঢাকা আবাহনী লিমিটেড। তবে ঘরের মাঠে চতুর্থ ম্যাচে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ শক্তিশালী ব্যাঙ্গালুরু এফসি’র বিপক্ষে ঘুরে দাড়িয়েছিলো তারা। গত ৩ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি আসরে প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আর এই জয়ে যেন অনেকটাই বদলে গেল ঢাকা আবাহনী। ফিরে পেল আত্মবিশ্বাস। তাই টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে মালদ্বীপ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী তারা। যাদের বিপক্ষে ১৪ মার্চ ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিলো আবাহনী। আজ আবার দু’দল মুখোমুখী হচ্ছে। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে মাজিয়া-আবাহনী ম্যচটি।
প্রথম লেগের ম্যাচে এই মাজিয়ার কাছে হারের পর কোলকাতায় মোহনবাগানের কাছে ৩-১ এবং ব্যাঙ্গালুরুতে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছিলো ঢাকার আকাশী-হলুদরা। তবে ফিরতি ম্যাচে ঢাকায় ব্যাঙ্গালুরুকে হারিয়ে নিজেদের জান চেনায় আবাহনী। ওই দিনেই মাজিয়া স্পোর্টস ৫-২ গোলে হারিয়েছিল মোহনবাগানকে। ফলে আবাহনীর সঙ্গে মোহনবাগানেরও টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বাঁজে। চার ম্যাচে মাজিয়ার ও ব্যাঙ্গালুরুর সমান ৯ পয়েন্ট করে। শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল। টুর্নামেন্টে আর কোন আশা না থাকলেও মালদ্বীপ থেকে জয় নিয়ে ফিরতে চায় আবাহনী। দেশ ছাড়ার আগে আবাহনীর অধিনায়ক মামুন মিয়া বলেছিলেন, ‘আমাদের হারানোর কিছু নেই। ব্যাঙ্গালুরুর বিপক্ষে যেমন খেলেছি, মালদ্বীপে তেমনই খেলতে চাই। এবং মাজিয়াকে হারিয়ে আবাহনী ও বাংলাদেশ ফুটবলের সুনাম বৃদ্ধি করার আশা রাখি।’ তবে মাঠে নামার আগে দুঃসংবাদ রয়েছে আকাশী হলুদ শিবিরের জন্য। ব্যাঙ্গালুরুর ম্যাচে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরি লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না। এএফসি কাপের গ্রæপ পর্বের শেষ ম্যাচটি ৩১ মে মোহনবাগানের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ঢাকা আবাহনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।