Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআরইউ মিডিয়া হ্যান্ডবল

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের স্বনামধন্য ৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহনে আজ থেকে শুরু হচ্ছে ডিআরইউ-এটমগাম মিডিয়া হ্যান্ডবল টুর্নামেন্ট। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা। অংশগ্রহণকারী দলগুলো হলো- যুগান্তর, জনকণ্ঠ, ইত্তেফাক, করতোয়া, নয়া দিগন্ত, আজকালের খবর, কালের কণ্ঠ, ইনকিলাব, সংগ্রাম, মানবজমিন, মানবকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আলোকিত বাংলাদেশ, আমাদের অর্থনীতি, আমাদের সময়, সমকাল, ভোরের কাগজ, ডেইলি স্টার, নিউ এইজ, যমুনা টিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, আরটিভি, এটিএন নিউজ, জিটিভি, এসএটিভি, রেডিও টুডে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলা নিউজ ২৪ ডটকম, বাংলা ট্রিবিউন, দ্য রিপোর্ট ২৪ ডটকম, জাগো নিউজ ২৪। টুর্নামেন্টের খেলা হবে নক আউট পদ্ধতিতে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ আসরের পৃষ্ঠপোষকতা করছে প্রাণ কনফেকশনারী লিমিটেড। গতকাল সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান। এ সময় সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারন সম্পাদক মোরসালিন নোমানী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ