Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিশ্বকাপের দাবিদার মেসি’

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা বা জেতা উচিত- এমনটিই মনে করেন জার্মান ফুটবল গ্রেট জার্গেইন ক্লিন্সম্যান। এবং সেটা লিওনেল মেসির কারণেই। তার মতে, মেসি যে মানের খেলোয়াড় তাতে সে বিশ্বকাপের দাবি রাখে।
লিওনেল মেসির নেতৃত্বেই গত ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে হেরে ফুটবলের সবচেয়ে বড় এবং একমাত্র ট্রফিটা তার নাগালের বাইরেই থেকে যায়। এরপর দুই-দুবার কোপা আমেরিকার ফাইনালে উঠেও একই ভাগ্য বরণ করতে হয় তাকে। ফলে আর্জেন্টিনার হয়ে বড় কোন শিরোপাও অধরা রয়ে যায় মেসির।
অবশ্য রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণই এখনো নিশ্চিত নয়। লাতিন অঞ্চলের বাছাইয়ে তাদের অবস্থান দশ দলের মধ্যে পঞ্চম। সরাসরি অংশ নিতে থাকতে হবে শীর্ষ চারে। ক্লিন্সম্যানের আশা, বাকি চার ম্যাচ জিতে ঠিকই রাশিয়ার টিকিট নিশ্চিত করবে মেসির দল। এবং রাশিয়াতেই ঘুচবে মেসির ক্যারিয়ারের একমাত্র অভাব, ‘পরের বছর রাশিয়াতে তার জন্যে একটা সুযোগ থাকছে। সত্যি বলতে মেসির মত একজন খেলোয়াড়ের নামের পাশে বিশ্বকাপ থাকা উচিত। আমি চাই সে এটা জিতুক কারণ সে এটার দাবি রাখে।’
সাবেক যুক্তরাষ্ট্র ও জার্মান জাতীয় দলের কোচ একসময় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনার বিপক্ষে। ১৯৯০ সালের বিশ্বকাপে ম্যারাডোনার দলকে হারিয়েই বিশ্বকাপ জেতে ক্লিন্সম্যানের পশ্চিম জার্মানি। তিনি মনে করেন দুই জনই আর্জেন্টিনার কিংবদন্তি। তবে ক্লিন্সম্যানের চোখে মেসিই সেরা। তিনি বলেন, ‘আমি মেসিকেই বেছে নেব, সব সময়ই আমি মেসিকে বেছে নেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ