Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোয় গুলিতে সাংবাদিক নিহত

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী মেক্সিকোর আলোচিত সাংবাদিক জাভিয়ার ভøাদেজকে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে। মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় এ হত্যাকাÐ ঘটে। সুলিয়াকান নগরীতে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তিনি এ নগরীতেই কাজ করতেন। ২০১১ সালে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ভøাদেজকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড দেয়। মাদক পাচারের ওপর প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান। এ বছর মেক্সিকোতে ভøাদেজকে নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করা হল। গত বছর তার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিক হওয়া মানে বø্যাকলিস্টে থাকা। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ভøাদেজ শক্তিশালী মাদক চক্র সিনালোয়াসহ মেক্সিকোর মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ সম্পর্কে ব্যাপক লেখালেখি করেন। চক্রটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের সাথে জড়িত। এই রুটে মাদক পাচারের ২৫ শতাংশ চক্রটি নিয়ন্ত্রণ করে। মার্চ মাসে সাংবাদিক মিরোসলাভা ব্রিচকে গুলি করে হত্যা করার পর ভøাদেজ লিখেন, নীরবতাকে না বলুন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ