মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র দাবি করেছে, বন্দীদের হত্যার পর প্রমাণ লুকানোর জন্য রাজধানী দামেস্কের বাইরের একটি সামরিক কারাগারের ভেতরেই চুল্লি স্থাপন করেছে সিরিয়া সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা গত সোমবার এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি স্টুয়ার্ট জোনস বলেছেন, গত ছয় বছরে গৃহযুদ্ধে আসাদ সরকার হাজার হাজার বন্দীকে ফাঁসিতে ঝুলিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস বন্দীদের লাশ পুড়িয়ে ফেলতে এই চুল্লি ব্যবহার করা হতো। সংবাদ সম্মেলনে স্যাটেলাইট থেকে পাওয়া চুল্লির ছবি দেখিয়ে তিনি বলেন, আমরা এখন বিশ্বাস করি সিরিয়ার কর্তৃপক্ষ সিদনায়া কারাগারে বন্দী হত্যার প্রমাণ সরিয়ে ফেলার জন্য এই চুল্লি স্থাপন করেছিল। জোন্স বলেন, সেখানে নৃশংসতা চালানো হয়েছে এবং এটা হয়েছে রাশিয়া ও ইরানের নীরব সমর্থনে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।