মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রাংকো-জার্মান সম্পর্ক পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করতে চান জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন। গত সোমবার বার্লিনে নতুন ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন জার্মান চ্যান্সেলর মেরকেল। এ সময় তারা পারস্পরিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাচনে চতুর্থ দফার জন্য লড়াই করবেন মেরকেল। তার প্রস্তুতি হিসেবে জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্যে আঞ্চলিক ভোটে মেরকেলের কনজারভেটিভ পার্টি জয়লাভ করার একদিন পর জার্মান চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাত্ করলেন ম্যাকরোন। এদিকে ব্রিটেনের প্রস্থানের সিদ্ধান্ত সত্তে¡ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্থিতিশীল রয়েছে, এ বার্তার জোর বিরোধিতা করেছেন ম্যাকরোন। একই সঙ্গে বিশালাকার আর্থিক ও অভিবাসন সংকট জোটে কট্টর ডানপন্থীদের উত্থানের জন্য দায়ী, এ মতেরও বিরোধিতা করেছেন তিনি। জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতি। ফ্রান্সের চেয়ে এগিয়ে রয়েছে দেশটি। এসব কারণে চিরায়ত ফ্রাঙ্কো-জার্মান সম্পর্ক অচল হয়ে পড়েছে। তবে এ সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী দুই নেতা। সপ্তাহের শেষে মেরকেল জানান, তিনি ম্যাকরোনর ঘনিষ্ঠ সহযোগিতা আশা করছেন। তিনি আরো জানান, ইউরোপীয় নীতিকে সঠিক আকারে আনতে দুই দেশ সবকিছু করবে। তবে ম্যাকরোনর একত্রিত ইইউর ডাক নিয়ে দ্বিধা রয়েছে মেরকেলের ক্ষমতাসীন জোটের মধ্যে। ইউরো অঞ্চলকে শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছেন রক্ষণশীলরা। আর এর জন্য আরো সংহত ও সর্বজনীন পন্থা প্রয়োজন বলে মনে করছেন তারা। মেরকেলের কনজারভেটিভদের মনে আশঙ্কা, ইউরো অঞ্চল একটি ট্রান্সফার ইউনিয়ন হিসেবে গড়ে উঠতে পারে। যেখানে সংস্কারবিরোধী সংগ্রামরত দেশগুলোকে সহায়তার জন্য জার্মানিকে বলা হতে পারে। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।