মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান থেকে অপহরণের পর বিচার করা হয় : নয়াদিল্লী
ইনকিলাব ডেস্ক : কুলভূষণ যাদভের মৃত্যুদন্ড ঘিরে ১৮ বছর পর ভারত ও পাকিস্তান গত সোমবার আবার আন্তর্জাতিক আদালতে পরস্পরের মুখোমুখি হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত শুনানিতে নয়া দিল্লী বলেছে, ইরান থেকে অপহরণের পর প্রহসনমূলক বিচারে কুলভূষণকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। জবাবে ইসলামাবাদ বলেছে, কুলভূষণকে বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভারত তার পাসপোর্টের তথ্য ব্যাখ্যা করতে রাজি হয়নি। পাকিস্তানকে কুলভূষণ যাদভের মৃত্যুদন্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করার আদেশ দিতে আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে ভারত। সে দেশের আইনজীবীরা বলেছেন, পাকিস্তান সরকার কুলভূষণকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তার সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার এক্সেস চেয়ে ভারতের করা ১৬টি অনুরোধ পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কয়েক বছর ধরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা জোরদার রয়েছে। ২০১৬ সালের মার্চে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেফতার করা হয় বলে পাকিস্তান জানিয়েছে। ইসলামাবাদের কর্মকর্তারা বলেছেন, গ্রেফতারকৃত কুলভূষণ যাদভ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করছিলেন। আন্তর্জাতিক আদালতে দাখিলকৃত নথিতে ভারত দাবি করেছে, ভারতীয় নৌবাহিনী থেকে অবসর গ্রহণের পর কুলভূষণ ব্যবসা করতেন। ব্যবসার কাজে ইরান গেলে সেখান থেকে তাকে অপহরণ করা হয়। সোমবারের শুনানিতে ভারতের আইনজীবী দাবি করেছেন, কুলভূষণ কোনো গোয়েন্দা নয়। পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে আটক থাকাবস্থায় তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। জবাবে পাকিস্তানের আইনজীবী বলেছেন, যাদভের স্বীকারোক্তির দৃশ্যটি দেখলেই বোঝা যাবে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছেন। পাকিস্তানের আইনজীবী আদালতের প্রতি কুলভূষণের স্বীকারোক্তি শোনার আবেদন জানান। পাকিস্তানের সামরিক আদালত গত মাসে ৪৬ বছর বয়সী কুলভূষণকে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে মৃত্যুদন্ড দেয়। পাকিস্তানের বিরুদ্ধে ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলে ভারত ৮ মে কুলভূষণের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন জানায়। শুনানিতে ভারতের আইনজীবীরা কুলভূষণের মৃত্যুদন্ডকে অবৈধ ঘোষণা, তার বিরুদ্ধে দেয়া আদেশ কার্যকরে পাকিস্তানকে বিরত রাখা এবং তাকে ছেড়ে দিতে পাকিস্তানকে আদেশ দেয়ার আবেদন জানান। ভারতের আইনজীবী হরিশ সালভে বলেন, আদালত কোনো সিদ্ধান্ত দেয়ার আগেই কুলভূষণের মৃত্যুদন্ড কার্যকরের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি খুব গুরুতর হওয়ায় আমরা এ আদালতের শরণাপন্ন হয়েছি। পাল্টা বক্তব্যে পাকিস্তানের আইনজীবী অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভারত আন্তর্জাতিক আদালতে এসেছে। এএফপি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।