Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫০ দিন সময়

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবকে মৃত্যুদন্ডের বিরুদ্ধে আবেদন জানাতে ১৫০ দিন সময় দেয়া হবে বলে আন্তর্জাতিক আদালতে জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি কুলভূষণ যাদবের মৃত্যুদন্ড নিয়ে দিল্লীর বিরুদ্ধে পাক আইনজীবীদের অভিযোগ, নাটক করার জন্যই আন্তর্জাতিক আদালতের মতো মঞ্চ বেছে নিয়েছে ভারত। প্রসঙ্গত, পাকিস্তানে আটক সাবেক ভারতীয় নৌসেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা র-এর গুপ্তচর কুলভূষণ যাদবকে পাক সামরিক আদালতের দেয়া মৃত্যুদন্ড বাতিল করার আবেদন নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে দিল্লী। গত সোমবার হেগের আইএসজে এজলাসে শুরু হয়েছে সেই মামলার শুনানি। আদালতে ভারতের আইনজীবী হরিশ সালভে অভিযোগ করেন, ভিয়েনা কনভেনশন অমান্য করছে পাকিস্তান। তার দাবি, যাদবের অপরাধ স্বীকার করার ভুয়া ভিডিও পেশ করে আদালতকে প্রভাবিত করার চেষ্টায় রয়েছে ইসলামাবাদ। এএফপি, এনডিটিভি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ