Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র : পুতিন

ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিপজ্জনক : রাশিয়া

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বজুড়ে সা¤প্রতিক সাইবার হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অপরদিকে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিপজ্জনক আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তবে পিয়ংইয়ংকে ভয়ভীতি দেখানোর বিরুদ্ধেও সবাইকে সতর্ক করেছেন তিনি। রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থা জানিয়েছে, চীনে ওয়ান বেল্ট ওয়ান রোড সম্মেলনের ফাঁকে এক বক্তব্যে পুতিন কোরিয়া উপদ্বীপে চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের আহŸান জানিয়েছেন। পুতিন সাংবাদিকদের বলেন, আমি এটি নিশ্চিত করেই বলতে চাই যে, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রসার ঘটার বিরোধী। (উত্তর কোরিয়ার) এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আমরা ক্ষতিকারক এবং বিপজ্জনক বলেও মনে করি। কিন্তু আমাদের উত্তর কোরিয়াকে ভয়ভীতি প্রদর্শন করাও বন্ধ করতে হবে এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে। উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা জানায়, রোববার উত্তর কোরিয়া হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। খবরে বলা হয়, বিশ্বজুড়ে সা¤প্রতিক সাইবার হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, এই হামলার সঙ্গে তার দেশের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। চীন সফররত পুতিন গত সোমবার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, মাইক্রোসফটের ব্যবস্থাপনা বিভাগ অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছে, ভাইরাসটির উৎস হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর আগে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানিয়েছেন, রবিবারের সাইবার হামলার জন্য সিআইএ এবং এনএসএ’র মতো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দায়ী। এর কারণ হিসেবে তিনি বলেন, হ্যাকাররা হামলার কাজে যে ভাইরাস ব্যবহার করেছে এ ধরনের সফটওয়্যারের কোড মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে। এনএসএ দাবি করেছে, সাইবার হামলায় যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে তা এই সংস্থার কাছ থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। ভøাদিমির পুতিন এ সম্পর্কে বেইজিংয়ে আরো বলেন, এতবড় দৈত্য যখন একবার চেরাগ থেকে বেরিয়ে গেছে তখন এটি তার গ্রæষ্টা বা মালিকেরও ক্ষতি করতে পারবে। রুশ প্রেসিডেন্ট বলেন, কাজেই ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করার জন্য রাজনৈতিক পর্যায়ে এখনই গুরুতর আলোচনার প্রয়োজন রয়েছে। সাইবার হামলায় রাশিয়ার কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, সাইবার হামলা প্রতিহত করার উপায় নিয়ে গত বছর ওয়াশিংটনকে আলোচনা করার প্রস্তাব দিয়েছিল মস্কো। কিন্তু দুঃখজনকভাবে ওয়াশিংটন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। রয়টার্স, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ