Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইন রাজ্যে ত্রাণসহায়তা সরবরাহের অনুমতি দিন

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমার সরকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের আহ্বান
ইনকিলাব ডেস্ক : রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পূর্ণ ত্রাণ সহায়তা সরবরাহের অনুমতি দেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা। রাজ্যটিতে রোহিঙ্গা মুসলিমদের ওপর মাসব্যাপী অভিযানের পর সেখানে মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানিয়েছে পশ্চিমা বিশ্ব। গত অক্টোবরের পর থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত ও সংলগ্ন অঞ্চল ঘিরে রাখা হয়েছে। অক্টোবরে সীমান্ত-সংলগ্ন একটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার পর জঙ্গিদের অনুসন্ধানে অভিযান শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর অঞ্চলটিতে ব্যাপক নারী নিপীড়ন, নির্যাতন ও হত্যার ঘটনায় প্রায় এক লাখ সংখ্যালঘু মুসলমান প্রতিবেশী দেশগুলোয় পালিয়ে গেছে। এদিকে জাতিসংঘের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। একই সঙ্গে অঞ্চলটিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। চলতি মাসেই মিয়ানমারের নেতা অং সান সু চি সহিংসতা নিয়ে জাতিসংঘের একটি তদন্ত মিশনকে প্রত্যাখ্যান করেছেন। ইইউর ত্রাণ-বিষয়ক কমিশনার ক্রিসটোস স্টাইলিনাইডেস জানান, তিনি মিয়ানমারে অবাধ মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিন দিনের সফরে তিনি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল পরিদর্শন করেছেন। গত রোববার সফর শেষে স্টাইলিনাইডেস জানান, সেখানে ত্রাণ প্রবেশের ক্ষেত্রে প্রচুর সমস্যা বিরাজ করছে। দেশটির মন্ত্রীসহ মংডুর জেলা কমিশনারের সঙ্গে বেশ কয়েকটি বৈঠককালে বিষয়টি তুলে ধরেছেন বলে তিনি জানান। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ