Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনি জনগণের মহাবিপর্যয়ের বার্ষিকী বা নাকবা দিবসে জর্দান নদীর পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে ৮ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইল ১৯৪৮ সালের ১৫ মে ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনি ভূখন্ডে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং অস্ত্রের মুখে সাড়ে সাত লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়। এ দিনটির স্মরণে প্রতিবছর নাকবা দিবস পালন করা হয়। এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা রামাল্লায় বিক্ষোভ দেখালে ইসরাইলি সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস ও গ্রেনেড ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় দখলদার সেনারা। এত ৮ ফিলিস্তিনি আহত হয়। নাকবা দিবসে গাজায় ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের একজন শীর্ষ নেতা নাফাজ এজ্জাম বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপক ষড়যন্ত্র সত্তে¡ও অধিকার আদায়ে ফিলিস্তিনিরা দৃঢ় প্রতিজ্ঞ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ