নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মৌসুম সুচক টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপে সবার আগে শেষ আট নিশ্চিত করেছে রহমতগঞ্জ এফএমএস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ‘ডি’ গ্রæপের ম্যাচে রহমতগঞ্জ ৩-০ গোলে হারায় টিম বিজেএমসিকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ডিফেন্ডার ওসাগি, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ও রাশেদুল ইসলাম শুভ একটি করে গোল করেন। এই গ্রæপ থেকে রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও আশা শেষ হয়ে যায়নি বিজেএমসি’র। কারন গ্রæপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ড্র করেছিল তারা। এখন রহমতগঞ্জের কাছে যদি ব্রাদার্সের হারের ব্যবধান বেশী হয় তাহলে গোল গড়ে শেষ আটে জায়গা পাবে বিজেএমসিই।
কাল রহমতগঞ্জ-বিজেএমসি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কামাল বাবুর শিষ্যরা। তাই ফলাফল পেতে খুব বেশী অপেক্ষায় থাকতে হয়নি রহমতগঞ্জকে। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। এসময় অধিনায়ক নাঈমুর রহমান শাহেদের কর্ণার থেকে উড়ে আসা বলে দারুন এক হেডে নিশানা ভেদ করেন নাইজেরিয়ান ডিফেন্ডার ওসাগি (১-০)। ৩১ মিনিটে আবারো উল্লাসে মেতে ওঠে জায়ান্ট কিলার খ্যাতরা। এবার ব্যবধান দ্বিগুন করেন ফয়সাল আহমেদ। তিনি সতীর্থ গিনিয়ান স্ট্রাইকার ইসমাঈল বাঙ্গুরার বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন (২-০)। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধেও গোলক্ষুধা কমেনি রহমতগঞ্জের। তবে এই অর্ধে কিছুটা হাল্কা মেজাজে খেলে তারা। ফলে গোল পেতে দেরী হয় পুরান ঢাকার দলটির। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বদলী স্ট্রাইকার রাশেদুল ইসলাম শুভ গোল করলে সহজ জয় নিশ্চিত হয় রহমতগঞ্জের। ৮৫ মিনিটে ইলিযাসের ব্যাক হিল থেকে পাওয়া বলে দারুন এক শটে বিজেএমসির গোলরক্ষক পলাশকে পরাস্ত করেন শুভ (৩-০)। আগামীকাল গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে রহমতগঞ্জ। একই মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ‘এ’ গ্রæপ থেকে সবার আগে শেষ আট নিশ্চিত করে। ম্যাচের ৪০ মিনিটে ডানদিক থেকে মতিউরের নিঁচু ক্রসে বক্সের মাঝে বল পেয়ে প্লেসিং শটে গোল করে সাইফ স্পোর্টিংকে লজ্জা দেন মুক্তিযোদ্ধার মিশরিয় ফরোয়ার্ড মোহাম্মদ জাকি শারহান (১-০)। ২১ মে গ্রæপ পর্বের শেষ ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা। ওই ম্যাচে আবাহনী জয় পেলে গ্রæপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবে তারা। আর মৌসুমের প্রথম আসর থেকেই ছিঁটকে পড়বে আলোচিত সাইফ স্পোর্টিং ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।